তুমিও না আমিও না

এই দিন রবে না চলে যাবে
তুমিও থাকবে না আমিও না,
তাই কাছে ডাকো মানুষকে
ভালোবাসা দাও,
বন্ধু ডেকে নিজ হাতকে বাড়াও
গলা ছেড়ে গান গাও।

একটাই জীবনে কিছু আশা
থাকতে পারে সেখানে নিরাশা,
তাই হতাশ না হয়ে তুমি
সামনে তাকাও,
পেছনে কি ফেলে এলে সব ভুলে যাও
আনন্দে মেতে গান গাও।

জীবন যুদ্ধে তুমি ঝাঁপিয়ে পড়ো
কান্না ভুলে হাসিকে আঁকড়ে ধরো,
তাই চোখ খুলে দূর নীল আকাশকে দেখো
ঝলমলে রোদ দেখে স্বপ্ন আঁকো
হৃদয় উজাড় করে দাও।

কন্ঠ: বিপ্লব
সুর: প্রিন্স মাহমুদ