কথোপকথন ৯

শুভঙ্কর-
পালক ছিঁড়ে পালক ছিঁড়ে ছিঁড়ে
যা কিছু কথা বলি
পাপড়ি খোলে পরাগ পরিবৃত
তোমার কৃষ্ণকলি।

এখনো বলা হয়নি সব কথা
শেষের আরও বাকি।
এখুনি কেন ছটফটাচ্ছ ডানা
নজরবন্দী পাখি?

দেয়াল ঘন দেয়াল সারি সারি
মেঘের মাঝখানে,
তোমাকে যেই শ্রাবণ পেতে চাই
পিছনে খরা টানে।