কথোপকথন ১৬

আর কত স্তব শুনবে নন্দিনী?

পাথর কেটে পাথর কেটে কেটে
ভাস্করের হাতুড়ি আর ছেনী
তোমাকে ঊষা, তোমাকে পূর্ণিমা
গড়েছে অমাবস্যা ভেঙে-চুরে।
শীতের ছাটে কুঁকড়ে-যাওয়া চুলে
বসন্তকাল দুলিয়ে দিল বেণী।

আর কত স্তব শুনবে নন্দিনী?

মন্দাক্রান্তা ছন্দে নৌকা গড়ে
ভাসিয়ে দিয়েছিলাম নীল নভে।
পার্বতীর রূপের ধারাজলে,
যেমন আছে কুমারসম্ভবে,
স্নান করিয়ে দিয়েছি কতবার
মাদল যেই বেজেছে অনুভবে।

আর কত স্তব শুনবে নন্দিনী?