কথোপকথন ২৫

সেদিন উইন্ডসরে বসে এক গুচ্ছ কবিতা পড়লি তুই।
তোর কবিতায় বুকের-বোতাম-খোলা গরগরে রাগগুলো বেশ ঝলসায়।
শব্দের ভিতরে আচমকা বলাৎকারের ঠা-ঠা চুরমার।
আমার অনেক বন্ধু-বান্ধব
সিনেমার কাছে চায় আকাঁড়া রিয়্যালিটি
আর কবিতার কাছে মন্ত্রের শুদ্ধতা,
আমি ঠিক এর উল্টোটাই।
সিনেমা হোক গুপ্তযুগের ভাস্কর্য কিংবা অজন্তা।
আর কবিতা, পরমাণু-শাসিত এই সময়ের
ময়লা উঠোন ফর্শা-করার খরখরে ঝাঁটা।