আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি

আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি।। ধু।।
আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
আমার বাদী হইল কালননদী।। চি।।
কে কে যাবে জল আনিতে তোরা আয় গো সজনী
এগো বিনাসুতে গেতে মালা গো আমি সাজাইব হৃদয়মণি
আমার অবলার পরানী।। ১।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফণী
জাতিকুলমান সবই গেল গো সবে বলে অপমানি
কুলনাশা বাঁশির ধ্বনি।। ১।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফণী
জাতিকুলমান সবই গেল গো সবে বলে অপমানি
কুলনাশা বাঁশির ধ্বনি।। ২।।
ভাইবে রাধারমণ বলে শুন গো সজনী
তরা আমায় নিয়ে ব্রজ চল হেরব রাঙা চরণখানি
কৃষ্ণপ্রেমের কাঙালিনী।। ৩।।

[পূর্বরাগ]