আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই

আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই
অনেক দিন হয় ব্ৰজছাড়া প্ৰাণে শান্তি নাহি পাই।।
বহুদিনের অপরাধী আমারে কইরাছ বন্দী রে৷
মনে লয় শ্ৰীরাধা কুয়াতে ঝাঁপ দিয়ে প্ৰাণ জুড়াইরে।।
যার কাছে প্ৰাণ আছে বান্দা সে বিনে প্ৰাণ যায় না রাখা রে
মনে লয় যেন পাখী হইয়ে উড়ে যাই ব্ৰজধাম রে।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
শুইলে স্বপন দেখি ব্রজধামে যাইরে।।

[গৌরপদ]