আমি পাইয়া কুমতিসঙ্গ

আমি পাইয়া কুমতিসঙ্গ মনমতিসঙ্গ সদায় পুড়ে
ও তারে করলে বারণ হয় না সারন
সদায় থাকে রাগের ঘরে
আর গেল না মন কামের বিকার
হইল না রে ধানের সঞ্চার
আমি রিপু বশে মত্ত হইয়ে পাইড়েছি চৌরাশি ফেরে৷
সুমতির সঙ্গ হইলাম ব্ৰজগোপী ভাবে মন মজল না৷
আমি পঞ্চারসে রসিক পাইয়ে তার সঙ্গে প্ৰেম হইল না রে৷
খাটলাম রে ভূতের বেগার
কামিনী ডাকাতে রে মন লুটিল ভাণ্ডার৷
ও রাধারমণ বলে অবুঝ মনরে
আমার ভ্ৰান্তিদোষ গেলনা রে।।

[প্রার্থনা]