আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ

আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে।। ধু।।
প্ৰাণসখী গো কি দিব রূপের তুলনা কাঁচাসোনা
কি দিয়া গড়িয়াছে বিধাতা
এমন গৌরাঙ্গ রূপ লাগিয়াছে যার নয়নে
রূপে যৌবত নারী রইতে না দেয় ঘরে৷
সখী গো ভ্রমযোগে প্ৰেমাগান আগে না জানি
সন্ধান নয়ন বিধিল কামশরে৷
দেইখাছি অবধি প্ৰাণকালেদ রাত্ৰিদিন
আমার প্রাণ ধৈর্য নাহি মানে।।
ভাইবে রাধারমণে বলে শুন গো তারা সকলে
যাইও না গো সুরধনীর কুলেতে৷
ওগো আমার গেল কুলমান
তোমরা থাইকো কুলমান লইয়া আপন ঘরে।।

[গৌরপদ]