আর তো সময় নাই গো সখী

আর তো সময় নাই গো সখী আর তো সময় নাই
যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই।। ধু।।
সখী গো- মনের মত দুক্ষ সুখ কই গো তোমার ঠাঁই
বন্ধুর লাগাল পাইলে কইও ঈশ্বরের দোহাই৷
সখী গো-একা কুঞ্জে বইয়া থাকি রজনী পোয়াই-
আইজ আসবো কাইল আসবো বলে মনরো বুঝাই৷
সখী গো-অতি সাধের ফুলের মালা জলেতে ভাসাই
অতি সাধের চুয়া চন্দন কার অঙ্গে লাগাই৷
সখী গো কণ্ঠগত হইল প্ৰাণ করো ঘরের বার
মইলে নিও তুলসীতলে আমি যেন গঙ্গা পাই৷
সখী গো- ভাইবে রাধারমণ বলে কমলিনী রাই
অতি সাধের যুগল মিলন মুই অধমে দেখতে চাই।।

[বিরহ]