চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ

চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ নাম পারের কান্ডারী৷
অকূল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
তোমার নামে কলঙ্ক রইব যদি ডুবিয়া মরি৷
তুফান দেখি মন মাঝি অকূল ধরছে পাড়ি
গুরুর হাতে হাইলের বৈঠা মাস্তুলে শ্ৰী হরি৷
ভাবিয়া রাধারমণ বলে শ্ৰীগুরু কান্ডারী
জপমালা ঠিক থাকিলে তরাইবা শ্ৰীহরি৷

[গৌরপদ]