দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি
বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি৷
খৈ ছিটায় মুষ্টি ভরি মুখে বলে হরিহরি
আনন্দে নৃত্য করে শ্যামাপ্ৰদক্ষিণ করি৷
বিপুলায় হর্ষ করে ঘুরি ঘুরি শ্যাম নেহারে
মনানন্দে উছলে পড়ে শ্যাম ধরি কি ধরি৷
ভাইবে রাধারমণ বলে আয় গো সবে কৌতুহলে
জয় গোবিন্দ বলে নাচ নাচ উল্লাস ভরি।।

[মিলন]