সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে।
কে পাবে সে অধরচাঁদের
বারাম কোন্‌ কালে।।

ডাঙ্গাতে পাতিয়ে আসন
জলে রয় তার কীর্তি এমন
বেদে কি তাঁর পায় অন্বেষণ
রাগের পথ ভুলে।।

ঘর ছেড়ে জঙ্গলে বাসা
অপথে তার যাওয়া আসা
না জেনে তার ভেদ খোলসা
কথায় কি মেলে।।

জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে না পায়
লালন তেমনি সাধন-ধারায়
প’লো গোলমালে।।

(সাধকদেশ)

ঘর ছেড়ে জঙ্গলে: আপন দেহের মধ্যে সত্যসন্ধান না করে বাইরের স্থূলবস্তু বা বিষয়রাশির মধ্যে অবিরাম ভ্রমণ করা।