দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া

দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া।। ধু।।
হিংসা নিন্দা বৈভব ছাড়ো কামক্ৰোধ মায়া-
বদন ভরে হরিবল কি কাম বাঁচিয়া৷
নিতি নিতি জিও মরো ঘুমেতে পড়িয়া
তেমনি যাইবায় তোমায় ভাই বন্ধু ছাড়িয়া৷
ভাইবে রাধারমণ বলে নদীর কূলে বইয়া
পারৈমু পারৈমু করি দিন তো যায় গইয়া৷

[প্রার্থনা]