হায় গৌরচান্দ গো গেলো কুলমান

হায় গৌরচান্দ গো গেলো কুলমান।। ধু।।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
এগো রূপ দেখি হইয়াছি পাগল আমার ফিরে না নয়ন গো৷
গৌরায় কি ভঙ্গিমা জানে মনপ্রাণ সহিতে টানে গো
এগো তিলক মাত্র না দেখিলে বাঁচে না পরান গো- ৷
ভাইবে রাধারমণ গৌররূপে নিয়ন জলে গো
এগো বিজুলীর চটক যেন উড়াইল পরান গো৷

[গৌরপদ]