জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো

জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো।।
শুনহে শ্যাম বংশীধারী করি রে বিনতি
তুমি হওরে রাধার গঙ্গাজল আমি কলসী ভরি৷
কলসী লইয়া জলে নামলা গঙ্গার জলে
সখীর সঙ্গে মনোরঙ্গে কাল জল ভরে
কলসী ভরিয়া রাধে থইলা কদমতলে
কলসীর ভিতরে বাঁশি রাধা রাধা বোলে৷
শুইন্যা ধ্বনি রাই রঙ্গিনী- চতুর্দিকে চায় গো
কলসী লইয়া উঠল নদীর পারে
চল চল গৃহে চল রাধারমণ বলে৷

[পূর্বরাগ]