জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে

জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে
ওগো একূল ওকূল দুকূল গেল
পারবিনে কুল রাখিতে৷
শ্যামের নয়ন বাঁকা যৌবন যায় না গো রাখা
আড় নয়নে চায় গো কালায়
পারবি না কুল রাখিতে৷
শ্যামের চূড়াটি মাথে শ্যামের বাঁশিটি হাতে
বাঁশি নাগো প্রেমের ফাঁসি লাগল৷
ভাইবে রাধারমণ বলে শুন গো সকলে
এক পিরিতে তিন জন বাঁধা
শুনিছ নি কেউ জগতে।।

[পূর্বরাগ, জলধামালি]