কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া

কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া।।
কে বাজাইয়া যাও রে বাঁশি রাজপথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান ছেদিয়া।।
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে ছেদা
নাম ধরিয়া ডাকে বাঁশি কলঙ্কিনী রাধা।।
বাঁশিটি বাজাইয়া বন্ধে থৈল কদমতলে
লিলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
নিভিয়াছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া৷