কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই আমার সে ধন নাই৷
তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
মনেতে সাধন করি শুন গো কিশোরী বাঁশিতে তোমার গুণ গাই
রাধা প্রেমাধীনী আমি সে প্ৰেমারিণী ঠেকিয়াছি বিষম দায়,
দানপত্র নাম লিখি আর কি আছে দিব বা-কি
প্ৰাণ দিয়ে ঋণ মুক্তি চাই৷
তোমার কারণে করে বাঁশি ধারণে ত্রিভঙ্গ হইয়ে দাঁড়াই
বলে রাধারমনে মনের অকিঞ্চনে অন্তিমেতে চরণ যেন পাই।।

[পূর্বরাগ]