মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না

মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না
দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না।। ধু।।
যমের তশীল্দার এসে করবে তশীল্ ধরে কষে
মাল গুজারী করবি কিসে সে ভাবনা তো ভাব্লে না
ছয়টা ষাড় থাক্তে তোর জমি আবাদ করলে না
নীলাম উঠিলে জমা রদের উপায় দেখি না৷
কি দশা হবে শেষে সব নাশিলে আল্সে বসে
দেহ যখন পড়বে ধসে উপায় কি তার বল না
ভাইবে রাধারমণ বলে আলসে জীবন যাপো না
জমিদারের খাজনার কড়ি সময় থাকতে খোঁজ না।।

[প্রার্থনা]