অন্তর ছেদিলো গো সখী

অন্তর ছেদিলো গো সখী, সখী শ্যাম পীরিতের বিষে
বিষে অঙ্গ ঝর ঝর রক্ত নিলো চুষে।। ধু।।
উঝাগুণী নাইগো দেশে ছাইলো প্রেমের বিষে
বিষে অঙ্গ ঝর ঝর উঝা নাই মোর দেশে৷
সারা গাছে ফল ধরিয়াছে হিলায় গো বাতাসে
আর কতদিন রাখতাম যৌবন আমার প্রাণ বন্ধের আশে৷
ভাইবে রাধারমণ বলে ছাইলো প্রেমের বিষে
সকল দুক্ষ সফল হবে যদি বন্ধু আসে।।

[বিরহ]