প্ৰাণে মরি সহচরী

প্ৰাণে মরি সহচরী, আমার উপায় কি বল৷
অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল৷
পরার রমণী পরার পরাধিনী পরার লাগিয়া প্ৰাণ গেল
কুলের গৌরব করে যারা কুল লইয়া থাক তোরা-
কুল ধইয়া জল খাইও
কুলের মাথায় দিয়ে ছাই যদি কৃষ্ণের নাগাল পাই
শ্ৰীচরণের দাসী হয়ে রব৷
বন্ধু যাবার আগে আমায় কিযে বলেছিল বক্ষ আবরিনু জলে
আপনি কাদিয়া আমারে কাদাইয়া যাবার আগে
প্ৰবোদিয়া গেল৷
ভাইবে রাধারমণ বলে আমার অন্তিমকালে
প্ৰাণ থাকিতে দেখা দিও
তোমার চরণ বিনে অন্য আশা নাহি মনে
হৃদয় মাঝে উদয় হইও৷

[পূর্বরাগ]