রাধার প্রেমসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে

রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে
প্ৰেমরসের খেলা।। ধু।।
সাগরের তিনটি নদী নিরবধি প্ৰেমরসে
হয় উথালা৷
যাইয়ে প্ৰেমসরোবর উঠেছে লহর তিনপদ্মে
ত্রিপিনির মেলা।। ১।।
সাগরের রাশি করে রূপনেহারে রসে ঠেসে
কদমতলা৷
কামিনীর কামতরঙ্গে মন্দমাতঙ্গে চরণতলে
শঙ্কর ভুলা।। ২।।
রসের উলটা গতি অটল রতি উলটকমল
উলটা তালা৷
রাধারমণের মত রঘুনাথ রসেশ্বরী
চান্দের মেলা।। ৩।।

[সহজিয়া, তাল-খেমটা, রাগ-মনোহর সাই]