খুব বেশী কি

খুব বেশী কি তাড়া তোমার
খুব বেশী কি,
একটু দাঁড়াও তোমার জন্যে
দাঁড়িয়ে আছি।

মন যেন কি খুঁজে বেড়ায়
মন যেন কি,
চলার পথে একা ভালো
আর লাগে কি।

একই তো পথ পথের শেষে
একই বাড়ী,
একই সাথে স্বপ্ন সিঁড়ি
দেবো পাড়ি।

দূরত্ব আর দূর বেশী নয়
দেখো ফিরে,
চারিদিকে সব আয়োজন
তোমায় ঘিরে।

পথের ক্লান্তি মুছে দেবো
যদি বলো,
স্বপ্ন সত্যি হবে যদি
সঙ্গে চলো।

চলতি পথে এসো শুধু
হাতটি ধরে,
অল্প-স্বল্প কথার গল্প
হতে পারে।

অশান্ত মন শান্ত হবে,
পাশাপাশি
মুখে বলার নেই প্রয়োজন,
ভালোবাসি।

কন্ঠ: ফাহমিদা নবী, সাইদ হাসান টিপু
সুর: সাইদ হাসান টিপু