শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়

শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়
ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
যমুনার ঘাটে গিয়া হাতের কলসী ভুসে থৈয়া
নিরখিব শ্যামরূপে তার দিকে তাকাইয়া
বাঁশির সুরে প্রাণ বিদরে রাইতে নারি ঘরে
কুলবধূর কুল মজাইল শ্যামের বাঁশির টানে
যারে দংশে শ্যামের বাঁশি নাহি বাঁচে জান
ভাইবে রাধারমণ বলে আয় গো সখী আয়
ধরতে গেলে পাইনা নাগাল সে কোন্ দেশে যায়৷