সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম

সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
তারে পাই কোথায়? ধু।।
মাইবাপ ছাড়িলাম ছাড়লাম সোদর ভাই
তবু না তারে পাই৷
তার কারণে জীবন যৌবন সকল খুয়াই
সর্ব অঙ্গে লইছি দাগ কলঙ্কে লাগাই৷
কলঙ্কিনী হইয়া আমি নগরে বেড়াই
প্রেমের অনলে পুড়ি যৌবন হইল ছাই৷
ভাবিয়া রাধারমণ বলে বল গো ধনি রাই
সোনাচান্দ প্ৰাণবন্ধু কোথায় গেলে পাই।।

[বিরহ]