শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি।। ধু।।
কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
রাধা রূপমাধুরী।। চি।।
গৌড়োদয়ে পুষ্পবন্তৌ তিমিরান্ধ দূর করি
নবদ্বীপে উদয় হইল রে আরে, আ গৌরা
নিতাই চান্দ সঙ্গে করি।। ১।।
জীব তরাইতে অবনীতে বৃন্দাবন বিহারী
হরি হইয়ে বলছে হরি রে, আরো অ গৌরা
দুই নয়নে বহে বারি।। ২।।
অধমতারণ পতিতপাবন অকূলের কান্ডারী
শ্ৰী রাধারমণে মাগে রে আরো অ গৌরার
চরণ মাধুরী।। ৩।।

[গৌরপদ]