তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস

তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
মরণকালে কাল গণি
আশচর্য তোমার লীলা গিরিগর্ভে জপমানা
প্ৰকাশিত ভক্তির কাহিনী৷
অপার ভবের পাড়ি জীর্ণতরী কি তরি
ডুবে মরি সাঁতার না জানি৷
আমি যদি মরি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ রহিবে অবনী।।
তরঙ্গ আকুল নদী তুমি পার করা যদি-
সাঁতার দিয়াছি নাম শুনি-
দুৰ্গা নামে দুঃখ যায় অন্ত যেন কৃষ্ণ পায়
শ্ৰীরাধারমণের এ বাণী।।

[মালসী]