ভবে মানব জন্ম আর হবে না

ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না।। ধু।।
নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না।। চি।।
নামই পরম ধর্ম্ নামই পরম তপ, নাম যাগযজ্ঞ সাধনা৷
নামের তত্ত্ব জাইনে মত্ত হইলে রে মন গৌর নিতাই দুভাই দেখ না৷
শ্ৰীহরি শ্রবণমঙ্গল ঐ নামে মহাদেব পাগল পথের সম্বল
নাম বিনে আর দেখি না৷
ভবরোগের মহৌষধি রে মন হরি নামে বিরাম দিও না।।
শ্যাম হইতে তার নামটি বড় নামে বিশ্বাস রাইখ দৃঢ়
ঘুচে যাবে ভাববন্ধনা৷
শ্ৰীরাধারমণে ভণে রে মন হরি নামে রুচি হইল না৷

[প্রার্থনা]