কেন তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে,
ভুল কোথা ছিলো যে বাঁধা
সে কথা যাওনি বলে।
যেখানে সুখের বসবাস
তাকে আজ নিয়েছো টেনে,
আমি আজ নই যে তোমার
সে কথা গিয়েছি জেনে।
তবুও আশায় বাঁধা বুক
একদিন আসবে ফিরে,
আসে ঝড় করে তোলপাড়
আমার এ হৃদয়ও নীড়ে।
কন্ঠ: আবির
সুর: প্রিন্স মাহমুদ