বেলা যায়

আর কি ভাবিস্ মাঝি ব’সে?
এই বাতাসে পা’ল তু’লে দিয়ে,
হা’ল ধরে থাক্‌ ক’সে।
এই হাওয়া প’ড়ে গে’লে, স্রোতে যে ভাই নেবে ঠে’লে,
কুল পাবিনে, ভে’সে যাবি,
মর্‌বি রে মনের আপ্‌শোসে।
মিছে বকিস্ আনাড়ি, এই বেলা ধর্‌রে পাড়ি,
“পাঁচপীর বদর” ব’লে, পূরো মনের খোসে;
এমন বাতাস আর ব’বেনা, পারে যাওয়া আর হবেনা,
মরণ-সিন্ধু মাঝে গিয়ে,
পড়্‌বিরে নিজ কর্ম্ম-দোষে।

বাউলের সুর- গড় খেমটা।