ব্যর্থ প্রতীক্ষা

রূপসি নগর-বাসিনি!
শূন্য-কক্ষে কেন একাকিনী, বিষাদিনী!
দীন-নয়নে বিফল-শয়নে, কার পথ চাহি’, মানিনি?
দীপ মলিন, শুষ্ক মালিকা,
মূক মুখর শুষ্ক-সারিকা,
যতন-হীনা, নীরব-বীণা, কর-পরশ-পিপাসিনী।
শিশির-সিক্ত আম্র-কাননে,
বাজিছে প্রভাতী বিহগ-কূজনে,
ধীরে ধীরে জাগে উষা, কনক-জলদ-কিরীটিনী;
তন্দ্রাহীন যুগল নয়নে,
মন্দাকিনী ঝরিছে সঘনে,
জীবন-মরণ, কার চরণ-আশে, বিফল যামিনী?

*বাবু প্রমথনাথ রায় চৌধুরীর ‘রূপসী পল্লী-বাসিনী” পাঠে লিখিত।