পদাঙ্ক

প্রাণের পথ ব’য়ে গিয়েছে সে গো;
চরণ-চির-রেখা আঁকিয়ে যে গো।
লুটায়ে আশা-ধূলে, মোহন অঞ্চল,
নূপুর-মুখরিত চরণ চঞ্চল,
দুধারে ফুটাইয়ে, বাসনা-ফুল-রাশি,
আধেক প্রেম-গাথা শুনাইয়ে গো।
একটু সুধা-হাসি, আধেক প্রেমগান,
কামনা-ফুল দুটি, শুষ্ক হীন-প্রাণ,
এখনও প’ড়ে আছে, চরণ-রেখা-পাশে,
মুগ্ধ হ’য়ে আছি, তাই নিয়ে গো!

মিশ্র মল্লার- কাওয়ালি।