অতল অধঃপতনে

কোন স্নেহে তুমি রাখবে সাহসের হাত
এই শরীরের সবুজ তরুতে, বিশ্বাসী ছায়ায়।

রাতের গোপন ঠোঁটে বিনিদ্র চুম্বন
এই অধরের তিল তিল অধঃপতন জুড়ে
সেই এক পাতকী পাখির অনিয়ম কোলাহল
কোন বিশ্বাস তুমি রাখবে স্নেহের হাতে!

বানের জলের মতোন অধঃপতন ঢুকেছে শরীরে
ভেসে যাচ্ছে গেরস্থালি, পৈতৃক স্মৃতিচিহ্ন
য্যানো অকালে খুলছে বাঁধন কুমারী বয়স।

ও হাত গুঁটাও তোমার গৃহের দিকে
তরুতে গৃহহীন বেদনার বিপুল করাঘাত
ব্যর্থতার নিবিড় আশ্বস, তুমি ব্যর্থতা বোঝো না-

পাতকী পাখির কোলাহলে বেড়ে যাচ্ছি অধঃপতন
তুমি কোন প্রেমে দেখাবে গৃহের সার্থকতা।

কোন বিশ্বাসে তুমি রাখবে স্নেহের হাত
শরীরে অধঃপতন ভেতরে বাড়ছে প্রেম অনন্ত অভাব।

(১১২. ক্রিসেন্ট রোড, কাঁঠালবাগান)