স্নেহের করাতে রক্তাক্ত ‘ক্রোকাস’

তোমার অতি কাছে আমি য্যানো মেঘ
নিদারুন উৎকন্ঠার দোলে বুকের স্ক্রীন,
আশার পশ্চাতে হাঁটে ব্যর্থতা
চেতনার অধুসিত রাজ্যে নামে টর্নেডো।

তুমি আসবে বোলে সেদিন রাতে
দু’চোখে জেগে ছিলো মোহময় সুখ,
স্মৃতির এ্যালবামে গাঁথা পুরোনো হাতে
একগোছা নিষ্পাপ ফুলে আগত মৌসুম
করেছিলো অলক্ষ্য ইঙ্গিত অতি সাবধানে।

আমি তো জানি না সে যার সেই চোখ
ক্লান্তিতে শুয়ে ছিলো কিনা সেখানে
অথবা জেগে ছিলো নাি হৃদয়ের ফুটপাথে,

নিরুপায় আমাকে তোমার স্নেহের করাতে
করছো রক্তাক্ত। (জানি না স্নেহ নাকি অন্য কিছু)
এবং আমার ক্রোকাস, আমার হৃদয়ে
তোমার স্নেহের করাত প্রবেশ করে
তীক্ষ্ণ বুলেটের মতো।

দ্রঃ ‘ক্রোকাস’ একটি বিদেশী ফুলের নাম।

(৩০.৮.১৯৭৩)