মোনালিসা

তোমাকে দেখলেই হাজার উপমা
মনের ভেতর করে ভিড়,
তুমি মোনালিসা নাকি বনলতা
হেলেনের ট্রয় নগরী।

কখনো মনে হয় গোধূলী তুমি
কখনো ভোরেরই আবির,
কখনো তোমার হাসি জোঁছনা হয়ে
বাঁধতে চায় বুকে নীড়,
তুমি মালবিকা নাকি সাগরিকা
জলছবি আকাশপরী।

কখনো মনে হয় ঝিনুক তুমি
কখনো সুনীল আকাশ,
কখনো তোমার চোখে নেমে আসে
আমার সুখেরই বাতাস,
তুমি নীহারিকা নাকি অনামিকা
স্রোতধারা কোন নদী।

কন্ঠ: রবি চৌধুরী
সুর: প্রণব ঘোষ