বিকলন

তােমাকে দেখেছি দেবী লােহিত সকালে,
মাইকেলি মেঘনাদে, বিদ্যাসাগরের
বজ্রগর্ভ করুণায়, বিপ্লবী আরাবে।
আজ বিলাপের কাল! আনন্দআকাশে
জুটেছে অন্যান্য জীব, হননের মন্ত্র মুখে।
পােড়ামুখ ভুলে যাও, হে জননী, এ ঘাের দুর্দিনে;
রজকের কিবা লাভ উলঙ্গের কাছে!
বিফলে গভীর রাত্রে চাঁদ ওঠে।
অতীতের ঐশ্বর্যমহিমা চেতনার প্রান্তে আজ
বিভীষিকা মূর্তি ধরে, পদ্মর উদ্দাম গান
মাত্রারিক্ত! করাল জোয়ার! আমার সােনার ধানে
পরিচিত হাত রাখে শক্রর দালাল।
দিগন্তে ধূসর মাঠে গতপত্র বট
মাথা নাড়ে প্রবীণ ক্লান্তিতে। সে কি জানে
যৌবনে অন্যায় ব্যয়ে বয়সে কাঙালি
দিনগত পাপক্ষয়ে মূঢ় ভ্রান্তমতি
লােকায়ত কেন্দ্র থেকে বিচ্ছিন্ন বিধুর
মধ্যবিত্ত মানসের বিড়ম্বিত গ্লানি?