সবারই শ্রেষ্ঠ সময়

সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলে ছেলেবেলা
আমাদেরও ছিল তেমন খেলা খেলা সারাবেলা
একতারা সঙ্গে করে ঠিক দুপুরে
আসতো গানের ফেরিওয়ালা
সে আমার প্রথম গুরু সেই তো শুরু
গানের টানে আপন মনে রোজ ভাসানো গানের ভেলা।

পায়ে তাঁর নুপূর বাঁধা, গলা তাঁর নয় তো সাধা
ও আমার মুগ্ধ চোখে গানে গানে ছবি আঁকে
কেউ দেয় চাল, কেউ ডাল, কেউ বলে আসবে তো কাল
মাকে কানে কানে কানে বলি ও খেয়ে যাক আজ এ বেলা
ও গানের ফেরিওয়ালা ভাসালাম গানের ভেলা
বলো তুমি আসবে তো কাল ধূলোওড়া দুপুরবেলা।

জেগে উঠি ঘুমের ভেতর আমাদের ছোট্ট শহর
ঘুম তো নেই কারো চোখে হে পাগল হে নিশাচর
ফেরিওয়ালা গাইছে সে গান যে গানে কেউ থাকে না
থাকে শুধু ছেলেবেলা বালকের উত্তেজনা
গান থেকে গানের মাঝে একতারা প্রবল বাজে
বলো বলো আসবে তো কাল মেঘছায়া দুপুরবেলা।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস