আজি এই সাঁঝের হাওয়ায়
দুলে ওঠে ফুলের ভুবন!
দুলে ওঠে ফুলের সাথে
ফুলের মত মঞ্জুল মন!
এত ফুল কোথায় ছিল?
কোথায় ছিল এত হাসি?
উধাও-করা ফাগুন-হাওয়া,
সোহাগ-ভরা জ্যোৎস্নারাশি!
প্রাণে আজি লাগ্ছে মোহ,
কে যেন কী রাখ্ছে গোপন!
স্বপন আজি ফলবে বুঝি
মিল্বে বুঝি দুর্লভ ধন।