আমার যাহা ছিল আপন ব’লে, আনিয়া দিয়াছি ও চরণতলে। এ তনু মন ভরি’ এবে বিহরে, মরি, তোমারি সৌরভ শতেক ছলে! সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের ফসল গান সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন