বিশ্রাম-ঘাটে

জলে কচ্ছপ ও স্থলে পাণ্ডা-পো
কিল্‌বিল্‌ রে, হরি!
অন্তরীক্ষে পবন-পুত্র-
বিশ্রাম কোথা করি?

মাথায় রৌদ্র, শুষ্ক রসনা,
অঙ্গ ভরেছে ধূলা,
এ সময়ে হায় বকে ও বকায়
কংসের চেলাগুলা!

যমুনার জল করে ছল ছল,
ছল-ছল করে আঁখি;-
এ তিনের হাতে উদ্ধার পেতে
হরি হে তোমায় ডাকি।

কংস মরেছে, বংশ রয়েছে
আজো তিন রূপ ধরি’;
তব রাজধানী দেখিতে আসিয়া
হরি! হরি ! প্রাণে মরি।

বিশ্রাম-ঘাটে বিশ্রাম নাই
এ যে গো বিষম দায়,
বিশ্রাম-হারী গুণ্ডা মারিতে
এস হরি মথুরায়।