চর্কার গান

ভোম্‌রায় গান গায় চর্‌কায়, শোন, ভাই!
খেই নাও, পাঁজ দাও, আম্‌রাও গান গাই!
ঘর-বা’র কর্‌বার দর্‌কার নেই আর,
মন দাও চর্‌কায় আপনার আপনার!
চর্‌কার ঘর্ঘর পড়শীর ঘর-ঘর।
ঘর-ঘর ক্ষীর-সব,- আপনায় নির্ভর।
পড়শীর কণ্ঠে জাগ্‌ল সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

* * *

ঝর্‌কায় ঝুর্‌ঝুর্‌ ফুর্‌ফুর্‌ বইছে!
চর্‌কায় বুলবুল কোন্ বোল কইছে?-
কোন্ ধন দর্‌কার চর্‌কার আজ গো?-
ঝিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো!
চর্‌কার ঘর্ঘর পল্লীর ঘর-ঘর।
ঘর ঘর ঘি’র দীপ,- আপনায় নির্ভর।
পল্লীর উল্লাস জাগ্ল সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

* * *

আর নয় আইঢাই টিস্-টিস্ দিন-ভর,
শোন্ বিশকর্ম্মার বিস্ময়-মন্তর!
চর্কার চর্য্যায় সন্তোষ মন্টায়,
রোজগার রোজদিন ঘণ্টায় ঘণ্টায়!
চরকার ঘর্ঘর বস্তির ঘর-ঘর!
ঘর-ঘর মঙ্গল,- আপনায় নির্ভর।
বন্দর-পত্তন গঞ্জে সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাড়া!

* * *

চর্‌কায় সম্পদ্, চর্‌কায় অন্ন,
বাংলার চর্‌কায় ঝল্কায় স্বর্ণ!
বাংলার মস্লিন বোগদাদ্ রোম চীন
কাঞ্চন-তৌলেই কিন্তেন একদিন।
চর্‌কার ঘর্ঘর শ্রেষ্ঠীর ঘর-ঘর।
ঘর-ঘর সম্পদ্- আপনায় নির্ভর!
সুপ্তের রাজ্যে দৈবের সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

* * *

চর্‌কাই লজ্জার সজ্জার বস্ত্র।
চর্‌কাই দৈন্যের সংহার-অস্ত্র।
চর্‌কাই সস্তান চর্‌কাই সম্মান।
চর্‌কাই দুঃখীর দুঃখের শেষ ত্রাণ।
চর্‌কাই ঘর্ঘর বঙ্গের ঘর-ঘর।
ঘর ঘর সম্ভ্রম- আপনায় নির্ভর।
প্রত্যাশ ছাড়্বার জাগ্ল সাড়া,-
দাঁড়া আপ্নার পায়ে দাঁড়া!

* * *

ফুর্‌সৎ সার্থক কর্‌বার ভেলকি!
উস্খুস্ হাত! বিশ্বকর্ম্মার খেল্ কি!
তন্দ্রার হুদ্দোয় এক্‌লার দোক্‌লা!
চর্‌কাই এক্জাই পয়সার টোক্‌লা!
চর্‌কার ঘর্ঘর হিন্দের ঘর-ঘর!
ঘর-ঘর হিক্‌মৎ,- আপনায় নির্ভর।
লাখ লাখ চিত্তে জাগল সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া।

* * *

নিঃস্বের মূলধন, রিক্তের সঞ্চয়,
বঙ্গের স্বস্তিক চর্‌কার গাও জয়!
চর্‌কায় দৌলৎ। চর্‌কায় ইজ্জত!
চর্‌কায় উজ্জ্বল লক্ষ্মীর লজ্জৎ!
চর্‌কার ঘর্ঘর গৌড়ের ঘর-ঘর।
ঘর-ঘর গৌরব,- আপনায় নির্ভর!
গঙ্গায় মেঘনায় তিস্তায় সাড়া,-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!

* * *

চন্দ্রের চর্‌কায় জ্যোৎস্নার সৃষ্টি!
সূর্য্যের কাট্নায় কাঞ্চন বৃষ্টি!
ইন্দ্রের চর্‌কায় মেঘ জল থান থান।
হিন্দের চর্‌কায় ইজ্জৎ সম্মান!
ঘর-ঘর দৌলত! ইজ্জৎ ঘর-ঘর।
ঘর-ঘর হিম্মৎ,- আপনায় নির্ভর।
গুজরাট্-পাঞ্জাব-বাংলায় সাড়া-
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!