দুঃখ কামার

এক যে আছে কামার
নামটি তার দুঃখ।
হাতুড়ি তার টঙ্ক
চেহারা তার রুক্ষ;
হাপরটা তার মস্ত
আগুন সদাই জ্বল্ছে,
হাঁপিয়ে প্রতি নিশ্বাসে
জাঁতাও জোরে চলছে।
দুঃখ নামে কামার
হৃদয় পেটাই কর্চ্চে,
তার হাতুড়ির ঘায়ে
পড়্ছে ঝরে মর্চ্চে;
ঘায়ের উপর ঘা দিয়ে
কর্চ্চে এমন টঙ্ক,
ফাট্বে না কি চট্বে না,
পড়্বে নাক’ অঙ্ক।
দুঃখ ভারি শিল্পী
বিশ্বকর্ম্মার অংশ,
কর্চ্ছে হৃদয় মজবুৎ
এম্নি,- যে নাই ধ্বংস।

বডম্যান্।