কখন্ এলে গো ফাগুন বাতাস
ওগো চির-সুমধুর!
কখন্ রিক্ত লতারে পরায়ে
দিলে এ রতন-চূর!
পথে প্রান্তরে ঝল্মল্ করে
ফুলকাটা কিঙ্খাব,
আমের মুকুলে অশোকে বকুলে
তোমারি আবির্ভাব!
পান্না চুনীর কণ্ঠী পরেছে
টিয়া আর চন্দনা,
পুলকিত হিয়া কোকিল পাপিয়া
গাহে তব বন্দনা!
ঘন ভুরু জিনি’ যব শীষ যত
শিহরি উঠিছে সুখে,
মউল ফুলের বারতা এসেছে
মউচুষ্কির মুখে!
চুমকি হাজার বসেছে আবার
আকাশের মখ্মলে,
হিম যামিনীর কালো পেশোয়াজ
ফিরে আজ ঝল্মলে।
কখন্ আসিলে অতিথির বেশে
বহু জনমের বঁধু,
শিশির-নিশির অশ্রু হরিলে,
অধরে ধরিলে মধু!