মিলন ফুলশয্যা হ’বে কুড়িয়ে-আনা ফুলে,
ছিঁড়ে কারেও নিতে যে জল আসে আঁখির কুলে!
যদি গো কেউ আপন বেসে
আপনি আসে মধুর হেসে
যত্নে নেব তারেই আমি বুকের ‘পরে তুলে,
মোদের ফুলশয্যা হ’বে শিউলি-বকুল ফুলে।
মোদের ফুলশয্যা হ’বে রাঙা গোলাপ ফুলে,-
পাপ্ড়িগুলি পড়বে যখন আপনি খুলে খুলে!
নইলে সাধের সোহাগ যত;
ঠেক্বে অপরাধের মত;
মিলন-রাতি কান্না সাখী করব না তো ভুলে,
মোদের ফুলশয্যা শুধু আপনি-ঝরা ফুলে!
মোদের ফুলশয্যা হ’বে গভীর আত্মদানে,-
শিউলি, বকুল, ঝরা গোলাপ, পদ্মেরি মাঝখানে!
বলবে যে দিন মনের পাঁজী
হ’বে সেদিন আপ্নি রাজী,
প্রাচীন বাঁধন শিথিল ক’রে মিল্বে প্রাণের টানে
মোদের মিলন হ’বে শুধু স্বাধীন আত্মদানে।