হায়! বারণ করে!
বারণ শুনি’- কি গো- তটিনী ফেরে?
তবু, বারণ করে!
চরণ ধ্বনি- তার- যখনি শুনি
বুকে সে বাজে- লাজে- কথা না সরে!
আপনা ভুলি’- হায়- দু’আঁখি তুলি’
উছলি’ চলি- খোলা- ঝরোখা ‘পরে।
হায়? বারণ করে!
বাদর ঝরে- বল- তাহে কে ডরে?
সাগরে ভাসি’- কেবা- শিশিরে মরে?
কঠোর স্বরে- তবু- বারণ করে,
ভুবনে ফিরি- আমি- স্বপন ভরে!