কাঁটা বনে কেন আসিস্ জোনাকী-
অন্ধকারে?
বুঝি এ নিশায় প্রাণ দিতে, হায়,
হয় তোমারে!
ফুল তো হেথায় হাসে না,
ভুলেও ভ্রমর আসে না,
শুধু কাঁটা এ যে আগাগোড়া ভিজে
অশ্রুধারে!
কাঁটা বনে কেন আসিস্ জোনাকী-
অন্ধকারে?
বুঝি এ নিশায় প্রাণ দিতে, হায়,
হয় তোমারে!
ফুল তো হেথায় হাসে না,
ভুলেও ভ্রমর আসে না,
শুধু কাঁটা এ যে আগাগোড়া ভিজে
অশ্রুধারে!