মূর্ত্তি মেখলা

বিশ্বদেবের দেউল বিরিয়া
মূর্ত্তি-মেখলা রাজে-
কত ভঙ্গীতে কত না লীলায়
কতরূপে কত সাজে,
দিকে দিকে আছে পাপ্ড়ি খুলিয়া
সোনার মৃণাল মাঝে!

বিশ্বরাজের শত ঝরোখায়
আলোর শতেক ধারা,
শতেক রঙের অভ্রে ও কাচে
রঙীন হয়েছে তারা,
গর্ভগৃহেতে শুভ্র আলোক
জ্বলিছে সূৰ্য-পারা।

বিশ্ববীজের বিপুল বিকাশ
আকাশ-পাতাল জুড়ি’
অনাদি কালের অক্ষয়-বটে
কত ফুল কত কুঁড়ি,
ঊর্দ্ধে উঠেছে লাখ লাখ শাখা
নিম্নে নেমেছে ঝুরি।

বিশ্ববীণায় শত জয় তবু
একটি রাগিণী বাজে,
একটি প্রেরণ করিছে যোজনা
শত বিচিত্র কাজে,
বিশ্বরূপের মন্দির ঘিরি’
মূর্ত্তি-মেখলা রাজে।

-শেষ-