নরম-গরম-সংবাদ

নরম। বিলেত হইতে আসিছে- মস্ত!-
গরম। বিলিতি ঘোড়ার- ডিম!
নরম। চোপ্! চোপ্! ডিম হোমা-পক্ষীর!
নেপথ্যে। কিন্তু ততঃ কিম্?
গরম। গোড়াগুড়ি বলে রাখছি, হ্যাঁ,
আমরা ও-ডিমে দিব না তা।
নরম। দেশোয়ালি ঘোড়া ডিম্ব পাড়িবে
এই কি তোদের ড্রীম্?
গরম। মিছে কর দাদা কথা-কাটাকাটি,
মিছে ঘরাঘরি কর লাঠালাঠি!
নরম। যা যা যা’, আমরা লাট হব খাঁটি,
আমরা দেশের ক্রীম্!
গরম। ক্রীমি বটে তা’ তো দেখছি চক্ষে,-
জান্ছি চিত্তে নিদেন পক্ষে,-
লাট ক’রে দেবে,- লাঠিয়ে কিন্তু-
হাড় ক’রে দিয়ে হিম!

নরম। চোপ্! চুণোগলি চৌরঙ্গীর
ঢাক-ঘাড়ে যত বড় বড় বীর
জানিস্ কি পিঠ চাপড়ায় কার-
দ্যায় জয়-ডিণ্ডিম?
গরম। জানি গো নিরেট মডারেট তারা-
খালি-পেটে তোলে ঢেকুর যাহারা,
আচাভূয়া- মোয়া-লোভে উদ্বাহু
খায় যারা হিম্শিম্!
নরম। চোপ্! চোপ্! চোপ্! আমরা বক্তা,
স্পীচ্-মঞ্চের আমরা তক্তা,
আমরাই হব উজীর নাজীর,
দেরে-না দেরে-না দ্রিম্!
গরম। মরি! মরি! মরি! মস্ত গরিমা,-
মৰ্য্যাদার তো নাহি দেখি সীমা,-
মরে পরে মার,- হাড়মাস কীমা,-
নেপথ্যে। সম্প্রতি টিম্ টিম্!-