যখনি বেদনা পাই ভাবি দূরে চলে যাই
উঁচু করি’ মানের নিশান,-
মমতা চোখের জলে ধুয়ে মুছে যাক চ’লে
একেবারে হ’ক অবসান।
বেলা না পড়িতে হয়ে রাগ তবু পড়ে যায়
ব্যাকুল হইয়া ওঠে প্রাণ,
ব্যথা-সচকিত মনে সে বুঝি নিমেষ গণে,
এখনো কি রাখা যায় মান!
যখনি বেদনা পাই ভাবি দূরে চলে যাই
উঁচু করি’ মানের নিশান,-
মমতা চোখের জলে ধুয়ে মুছে যাক চ’লে
একেবারে হ’ক অবসান।
বেলা না পড়িতে হয়ে রাগ তবু পড়ে যায়
ব্যাকুল হইয়া ওঠে প্রাণ,
ব্যথা-সচকিত মনে সে বুঝি নিমেষ গণে,
এখনো কি রাখা যায় মান!