পিয়াও মোরে রূপের সুধা (গান)

পিয়াও মোরে রূপের সুধা
রূপের সুরা পিয়াও তাই!
এক নিমেষের একটু হাসি
তাহার বেশী নাহি চাই।
এসেছি সব ভিন্ন পথে
ভিন্ন পথেই থাক্‌ব যেতে,
শুভক্ষণের সুখ-স্মৃতি,-
তাই যেন গো পাই।
আঁখির সুধা বৃষ্টি কর,-
দিনে স্বপন সৃষ্টি কর,
হাসিতে ফুল ফুটাও গো,- যার
হয় না কোনো তুলনাই!
স্বৰ্গসুধার,- হে অপ্সরী!-
একটি কণা যাও বিতরি’
তোমার পারিজগতের মালার
একটি শুধু পাপ্‌ড়ি চাই!